Birds of happiness

Birds of happiness

~ সুখপাখি ~

সুখপাখি পোষিবার লাগি ঝাড়ের বাশ কাটিয়া পিঞ্জরা বানাইলাম,

সুখী হইবার আশে বনে বনে ঘুরি আমি, সুখীপাখির দেখা আজো না পাইলাম।

ময়না পোষলাম হীরামন পোষলাম, পোষলাম তোতা টিয়া সোনাচড়াই,

কত কষ্ট শত চেষ্টা করিয়া,  শুক শারি আর ভারুইপাখি ধরিলাম,

সুখপাখি পোষিবার লাগি ঝাড়ের বাশ কাটিয়া পিঞ্জরা বানাইলাম।

বাড়ির পাশের বনে দিবানিশি সুখপাখিরা সুখের গান গায়,

শুনলাম কত সুর শিখলাম, সুখপাখি নাম টুনা টুনি আমি না জানিলাম,

সুখপাখি পোষিবার লাগি ঝাড়ের বাশ কাটিয়া পিঞ্জরা বানাইলাম।