Spiritual song

গানের লিংক

রাণো বন্ধু রে বন্ধু ফিরে আও ঘরে, ২
তোমার বিহনে সোনার তনু পইড়া আছে ঘরের দোয়ারে,
প্রাণো বন্ধু রে বন্ধু
নিথর দেহ মুখে নাই রা মনের দুক্ক খুলে বলব কারে?
বন্ধু তুমি নাই মোর বুকের মাঝারে,
 প্রাণো বন্ধু রে বন্ধু ফিরে আও ঘরে।
প্রাণো বন্ধু রে বন্ধু মনের দুক্ক মনে রইল অনুতাপ অন্তরে, 
ঘোর নিদানে বান্ধব নাই কেউ,
সাথী নাই মোর আইন্ধার কইবরে, 
প্রাণো বন্ধু রে বন্ধু ফিরে আও ঘরে, ২