Loverman

Baul

 

সন্ধ্যা সাঁজে হৃদয় মাঝে ব্যথার ক্রন্দন সুর বাজে,

এজহার সুর শুনে মন বিমনা হতে চেয়েছিল,

কিন্তু হায় বধূয়ার অঙ্গভঙ্গি হেরে প্রেমে মজেছে সন্ধ্যা সাজে।

কুটমিতার জন্য বধু যায় বাপেরবাড়ি আমি হই বিরহী,

তারে দেখার জন্য রওনা হই,

গলায় ফকিরামালা হাতে দুতারা, সূর্য ডুবে রাত হয় হয়,

কম্বলসম্বল আমার কাঁধে ঝুলি,

আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখে আপন মনে ভাবে বধূ,

মন্দ লোক হয়তো প্রতারক।

অবাক আমার চাহনি দেখে,

পল্লি গায়েরে অবলা বধূ মরমে মরে লাজে।

চাতকি ওর চাহনি, হাতের কাকন ঝঙ্কে মন বসেনা কাজে,

চঞ্চল চলার ভঙ্গি দেখে পুলক জাগে আমার বুকের মাঝে,

সন্ধ্যা সাঁজে।