The somber lady

তুমি গম্ভীর প্রকৃতির নারী
 

ধীরগামিনীর মত হাবভাব তোমার বিধুবদন গম্ভীর ও বিষণ্ণ,
চিন্তা ক্রোধ প্রভৃতি কারণে নিরানন্দ হয়ে গোমড়া মুখে কথা বল কেন?
জলদগম্ভীর কণ্ঠস্বর, কথায় গুরুগম্ভীরতা, চলনে গম্ভীর ভাব,
ঘোরালো মুখ তোমার ডাগর নয়নে ক্রোধ অভিমানে ভরা,
ধ্যানগম্ভীর চাল দেখে মনে হয়, তুমি গম্ভীর প্রকৃতির নারী।
তোমাতে চপলতা এবং লঘুতার অভাব আছে,
পরিবেশের যত গাম্ভীর্য তোমার মাঝে,
তবুও তুমি প্রাণবন্ত এবং প্রশান্তভাবে ধ্যানরত।
বিচ্ছেদ তোমার অনুপস্থিতিতে যে দিকে তাকাই সবি শূন্য লাগে,
শূন্যতায় অসন্তোষহেতু অপ্রসন্নতা পরিবেশে গাম্ভীর্যতার সূচনা করে,
তোমার বিরহে বিষাদগম্ভীর পরিবেশে বসত করে আমিও ভাবগম্ভীর হব।