War child

chp_shadow

 

“যুদ্ধশিশু”

কবি আমি হলাম কাব্যপুরের বাসিন্দা,

একদা আমি কাব্যপুরের অলি গলিতে হাটছিলাম,

আমার সমবয়সী এক সুপুরুষ একটা খাটে বসে হুক্কা টানছিল,

তার পানে তাকিয়ে বলেছিলাম, আমাকে একটা টান দেবে?

সে বলেছিল, না আমার ছোঁয়া হুক্কাতে টান দিলে তোমার জাত যাবে।

তার কথা শুনে আমি আবার হাটতে শুরু করলাম,

সূর্য ডুবে সন্ধ্যা হলে কল্পবৃক্ষছায়ে বসে ভাবছিলাম কি খাব,

এমন সময় আমার সমবয়সী এক রূপসী আমার সামন দিয়ে যাচ্ছিল,

ওকে ডকে বলেছিলাম, আমাকে ভাত সালন রান্না করে দেব?

জবাবে বলেছিল, আমার হাত লাগলে তোমার মাটির পাতিল ফাটবে।

কারণ জানতে চাইলে মুচকি হেসে রূপসী বলেছিল আমি যে যুদ্ধশিশু।