Water goddess

 

~ জলদেবী ~

 

জলেশ্বর আপণিক দেয় জলদেবীকে নিজের মাঝে পেয়ে নীলাম্বুরাশি হয় প্রশান্ত,

 

খিল খিল করে হেসে কালাপানি পাড়ি দেয় জলদেবী অকূলপাথারে ভাসে অবিশ্রান্ত

 

জলাশয়ে কল্লোল তোলে যে মনানন্দে দোল দেয় জলস্রোতে সূর্য ডুবে হয় দিনান্ত,

 

জলপরী নয় গো সে জলদেবী দিনমান জলে সাঁৎরায়, হয়না কভু ক্লান্ত বা শ্রান্ত

 

তাইরে নাইরে না করে আনন্দসাগরের ঢেউয়ে নাচে গান গায় কারিকা রচে অভ্রান্ত

 

সাগরসংগম মোহনায় এসে হয় মোহিনী জলদেবীকে ভালোবেসে অঝরু হয়েছে বিভ্রান্ত